মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

রসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

রংপুর সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের জন্য ইভিএমসহ আনুসাঙ্গিক সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর পুলিশ লাইন্স স্কুল মাঠ থেকে রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।


বিজ্ঞাপন


পুলিশ লাইনস মাঠে দুই দিন আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে নির্বাচনী সরঞ্জাম রাখার। এজন্য সকাল থেকেই মাঠে উপস্থিত হন পুলিশ, আনসার, ভিডিপি এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা। দুপুরে সেখানে বিশেষ ব্রিফিং করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনাসহ অন্যান্য কর্মকর্তারা। ব্রিফিংয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ধরণের দিক নির্দেশনা দেওয়া হয়।

দুপুর ১২টার পর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়।

rangpur-2রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, দুপুরের মধ্যেই ইভিএমসহ নির্বাচনের আনুষাঙ্গিক সামগ্রী ভোটকেন্দ্রে পাঠানো শুরু করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এসব সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এছাড়া আজ থেকেই ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় থাকবেন পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’

আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর সিটির ভোটগ্রহণ শুরু হবে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


বিজ্ঞাপন


মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৬ জন, পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০৩ জন এবং হিজড়া ভোটার রয়েছে ১ জন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ২২৯ জন এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ১ হাজার ৩৪৯ জন। মোট পোলিং অফিসার থাকবেন ২ হাজার ৬৯৮ জন।

rangpur-3

রংপুর সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের মধ্যে ৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছেন নির্বাচন কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ আরও ৫ রাজনৈতিক দলের মনোনীত ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৯ জন মেয়র পদে লড়বেন। সাধারণ কাউন্সিলর পদে ৩২

ওয়ার্ডে ১৮৩ জন এবং ৩৩ ওয়ার্ডের ১১ সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৮ জন। ৩৩টি ওয়ার্ডের ২২৯ কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৩৪৯টি।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর