শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য

ক্যানসারের এই সাধারণ লক্ষণগুলো ভুলেও অবহেলা করবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

ক্যানসারের এই সাধারণ লক্ষণগুলো ভুলেও অবহেলা করবেন না

‘ক্যানসার’ শব্দটিকে ঘিরে আছে একরাশ আতঙ্ক আর দুঃখ। ক্যানসার যুদ্ধে গুটিকয়েক মানুষ টিকে গেলেও হেরে যাওয়ার মানুষের সংখ্যা বেশি। তাই এই মারণব্যাধি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

মানবদেহে যেসব স্থানে সাধারণত ক্যানসার হয় সেগুলো হলো প্রস্টেট গ্রন্থি, স্তন, জরায়ু, অগ্ন্যাশয়, রক্তের ক্যানসার, চামড়ায় ক্যানসার ইত্যাদি। একেক ক্যানসারের লক্ষণ বা উপসর্গ একেক রকম হয়ে থাকে। 


বিজ্ঞাপন


ক্যানসারের সাধারণ কিছু লক্ষণ রয়েছে। বেশির ভাগ মানুষ এসব লক্ষণ সাধারণ স্বাস্থ্য সমস্যা ভেবে এড়িয়ে যান। ফলে পরবর্তীতে সমস্যা আরও জটিল হয়। ক্যানসারের লক্ষণগুলো চলুন জেনে নিই- 

দীর্ঘস্থায়ী ক্লান্তি

আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করেন কিংবা অবসাদে ভোগেন তাহলে সেটা অনেক রোগেরই কারণ হতে পারে। হতে পারে ক্যানসারও। মলাশয়ের ক্যানসার বা রক্তে ক্যানসার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই, আপনি যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্লান্তিবোধ করেন অথবা দীর্ঘসময় ধরে ক্লান্ত থাকেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

cancer-2


বিজ্ঞাপন


দীর্ঘদিনের ব্যথা

দৃশ্যত কোনো কারণ (যেমন জখম-আঘাত) ছাড়া যদি দীর্ঘদিন শরীরের কোনো স্থানে ব্যথায় ভোগেন এবং কোনো ওষুধে কাজ না করে তাহলে ভাবনার কারণ আছে। শরীরের কোন জায়গায় ব্যথা করছে তার ওপর নির্ভর করে রোগী ব্রেইন টিউমারে আক্রান্ত নাকি ডিম্বাশয়, পায়ুপথ বা মলাশয়ের ক্যানসারে আক্রান্ত।

আরও পড়ুন: এআই কি আগে থেকে ত্বকের ক্যানসার চিহ্নিত করতে পারবে?

ত্বকে পরিবর্তন

অনেকেই ত্বকের ক্যানসারের ব্যাপারে সচেতন নন। ত্বকে অস্বাভাবিক পরিবর্তনই এমন ক্যানসার শনাক্ত করার সহজ উপায়। ত্বকে অতিরিক্ত তিল, ফ্রিকেল অথবা আঁচিল হলে খেয়াল রাখুন। যদি এর রং, আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান। ত্বক লালচে হয়ে যাওয়া, ফুসকুড়ি পড়ে যাওয়া এবং রক্তক্ষরণও অন্যান্য ক্যানসারের উপসর্গ।

cancer_pic

অস্বাভাবিক মাংসপিণ্ড

শরীরের কোনো অংশে অস্বাভাবিক মাংসপিণ্ড দেখতে পেলে অথবা মাংস জমাট হতে দেখলে এটি ক্যানসারের লক্ষণ হতে পারে। শরীরে কোনো পরিবর্তন অস্বাভাবিক মনে হলেও পর্যবেক্ষণ করুন। 

ঘন ঘন জ্বর

ক্যানসার শরীরে জেঁকে বসলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে ঘন ঘন জ্বর দেখা দেয়। চিন্তার বিষয় হলো কিছু ক্যানসারের শেষ পর্যায়েরই উপসর্গ ঘন ঘন জ্বর। তবে ব্লাড ক্যানসারের মতো কিছু ক্যানসারের প্রাথমিক পর্যায়েই ঘন ঘন জ্বর দেখা দেয় শরীরে।

caneer

দীর্ঘস্থায়ী কাশি

ওষুধ সেবনের পরও কাশি না সারলে এটি শীতকালীন কাশির চেয়েও এটা বেশি কিছু ধরে নিতে হবে। এই কাশির কারণেই যদি বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

মল-মূত্রত্যাগের অভ্যাসে পরিবর্তন

যদি মল বা মূত্রত্যাগের জন্য ঘন ঘন শৌচাগারে যেতে হয় তাহলে সচেতন হোন। ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যও মলাশয়ের ক্যানসারের লক্ষণ। মূত্রত্যাগের সময় অন্ত্রে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যানসারের উপসর্গ হতে পারে।

আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য কি কোলন ক্যানসারের লক্ষণ

হঠাৎ ওজন হ্রাস

কোনো কারণ ছাড়া হঠাৎ করেই যদি ওজন কমে যায় তাহলে সচেতন হোন। অনেক ক্যানসারই হুট করে ওজন কমিয়ে ফেলতে পারে। তাই ডায়েট বা উল্লেখযোগ্য কারণ ছাড়া ওজন হ্রাস পেলে সতর্ক হোন। 

অকারণে রক্তক্ষরণ

কাশির সময় রক্তক্ষরণ হলে এটি ক্যানসারের বড় লক্ষণ হতে পারে। এছাড়া স্ত্রী অঙ্গ (ভ্যাজিনা) বা মলদ্বার থেকে রক্তক্ষরণসহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যানসারের উপসর্গ।

main_cancer

খাবার গ্রহণে সমস্যা

কেউ খাবার খেলেই যদি নিয়মিত বদহজমে ভোগেন, তাহলে পেট, কণ্ঠনালী বা গলার ক্যানসার নিয়ে ভাবনার কারণ আছে। সাধারণত এসব উপসর্গকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না। তবে সচেতন থাকা উচিত।

অন্যান্য উপসর্গ

বেশিরভাগ ক্ষেত্রেই উপরে উল্লিখিত উপসর্গগুলোকে ক্যানসারের সাধারণ লক্ষণ মনে করা হয়। তবে এর বাইরেও অনেক লক্ষণ আছে। এরমধ্যে রয়েছে পা ফুলে যাওয়া, শরীরের আকারে বা অনুভূতিতে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি। এসব ব্যাপারে সচেতন থাকুন।  

এনএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর