শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

ক্যানসারের বিরুদ্ধে লিটনের জয়: সাহস, বিশ্বাস ও চিকিৎসার গল্প

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

ক্যানসারের বিরুদ্ধে লিটনের জয়: সাহস, বিশ্বাস ও চিকিৎসার গল্প
খাদ্যনালীর ক্যানসারের মতো কঠিন রোগকেও জয় করে জীবন ফিরে পেয়েছেন লিটন চন্দ্র ঘোষ

ক্যানসার—একটি ভয়ঙ্কর রোগ, যা শোনামাত্র অনেকের মনে মৃত্যুর ভীতি সৃষ্টি করে। তবে খাদ্যনালীর ক্যানসারের মতো কঠিন রোগকেও জয় করে জীবন ফিরে পেয়েছেন লিটন চন্দ্র ঘোষ (৫৩)। তার গল্প হলো সাহস, বিশ্বাস ও চিকিৎসার শক্তিশালী মিশ্রণ, যা একেবারে অসাধারণ।

লিটন চন্দ্র ঘোষ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। নাথুরাম ঘোষের ছেলে লিটনের জীবনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আসে এক ভীতিকর খবর—খাদ্যনালীতে ক্যানসার। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও কোন উন্নতি দেখা যায়নি। তারপর চিকিৎসক ডা. দীপক সংকর রায়ের পরামর্শে, বগুড়া পপুলার ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর খাদ্যনালীর ক্যানসার ধরা পড়ে। এরপর, সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪ মাস চিকিৎসা নেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন—

লিটনের স্ত্রী দীপ্তী রানী গুপ্তা বলেন, ‘এই পৃথিবীতে যত রোগ আছে, তার মধ্যে ক্যানসার সবচেয়ে ভয়ানক। তবে কিছু মানুষ ক্যানসার থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন। আমার স্বামী তাদেরই একজন।’

লিটন চন্দ্র ঘোষ বলেন, ‘যখন ক্যানসার ধরা পড়ে, তখন পরিবারের মধ্যে একটা আতঙ্ক ছিল। কিন্তু আমি কখনো মনোবল হারাইনি। আমার বিশ্বাস ছিল যে আমি একদিন সুস্থ হবো, আর এই বিশ্বাসই আমাকে সুস্থ করে তুলেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা অব্যাহত রেখেছি, এতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।’


বিজ্ঞাপন


বর্তমানে, লিটন চন্দ্র ঘোষ বগুড়া শহরের কাজী ফার্ম নামের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন এবং সুস্থভাবে জীবন যাপন করছেন।

আরও পড়ুন—

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল বলেন, ‘ক্যানসারের মতো বড় রোগ হলে সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে উঠেছেন।’

লিটন চন্দ্র ঘোষের সাহসিকতা এবং তার বিশ্বাস আজ তার জীবনের সবচেয়ে বড় শক্তি, যা তাকে ক্যানসারের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর