শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

ক্যানসারের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে গবেষণার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

ক্যানসারের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে গবেষণার তাগিদ

মরণব্যাধি ক্যানসার প্রতিরোধ ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অধিকতর গবেষণার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক র‍্যালি পূর্ব বক্তব্যে তিনি এমন তাগিদ দেন।


বিজ্ঞাপন


অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ক্যানসার প্রতিরোধে আরও সচেতন ও উদ্যোগী হতে হবে। ক্যানসার প্রতিরোধ ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে হবে।

ওরাল ক্যানসার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য বিশেষ করে তামাক পাতা, জর্দ্দা ও সুপারি পরিহার করার জন্য সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তার বক্তব্যে ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটু সচেতন হলেই নারীরা স্তন ও জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধ করতে পারেন। তাছাড়া সময়মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যানসার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

পরে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক থেকে বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন


এ সময় অন্যান্যদের মধ্যে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, মেডিকেল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডনটিক্সস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর