পৃথিবীতে যে রোগগুলোতে মানুষের প্রচণ্ড ভীতি এর অন্যতম ক্যানসার। এর কারণে প্রতি বছর ঘটছে অজস্র মানুষের মৃত্যু। থামিয়ে দিচ্ছে অনেকের জীবন কাব্য, অনেকের জীবনকে করেছে ছন্দহীন। কেউ আবার লড়াই করে ফিরে এসেছেন। বর্তমানে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ক্যানসার থেকে মুক্তি পাচ্ছেন অনেকেই।
ক্যানসার আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ হয়েছেন মোছা. মাহফুজা আক্তার বানু। অনেকটা অসম্ভব সম্ভব হওয়ার মতো। এক্ষেত্রে তার পরিবারের সহযোগিতা এবং সঠিক চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিজ্ঞাপন
বগুড়ার নারুলি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোছা. মাহফুজা আক্তার বানু। স্বামী মো. মোন্তেজার রহমান ৬ নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা। মাহফুজা ও মোন্তেজা দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মো. নেয়াজ ফাজমির রহমান বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং মেয়ে মোছা. নিলুফা আক্তার অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়ার সিনিয়র অফিসার।
প্রথম দিকে মাহফুজা আক্তারের ডান স্তনে একটি সিস্ট ধরা পড়ে। সে সময় স্বাভাবিক ভেবে সিস্টকে তেমন গুরুত্ব দেয়নি কেউ। এরপর গাইনী বিশেষজ্ঞের কাছে গেলে কিছু পরীক্ষা দেন। রিপোর্টে দেখা যায়, সিস্টে ক্যানসারের জীবাণু আছে। তখন ভয় পেয়ে যান পরিবারের সবাই। সবার শঙ্কা ছিল, মাহফুজা আক্তার হয়ত আর ফিরবেন না।
এরপর সিস্ট অপারেশন করা হয়। অপারেশনের পর মাহফুজা আক্তারের মনোবল বাড়ান চিকিৎসক এবং পরিবারের সদস্যরা। শুরু করা হয় কেমোথেরাপি। বিভিন্ন ধাপে প্রায় ১০টি কেমোথেরাপি দিতে হয়েছে মাহফুজা আক্তারকে। এরপর ৪০ দিন দেওয়া হয়েছে রেডিওথেরাপি। এখন সুস্থ জীবনযাপন করছেন মাহফুজা আক্তার। এতে খুশি স্বামী, ছেলে, মেয়ে, জামাইসহ পরিবারের সবাই।
বিজ্ঞাপন
মাকে সুস্থভাবে ফিরে পেয়ে ব্যাংক কর্মকর্তা মোছা. নিলুফা আক্তার বলেন, ‘আমার মা একজন ক্যানসার জয়ী। আমরা প্রথমে ভয় পেয়েছিলাম। এরপর আমাদের এক পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের প্রথম সাহস যোগান। এরপর আমরা উনার পরামর্শ অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে থাকি। এখন আমাদের মা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। মাকে সুস্থভাবে পেয়ে আমরাও অনেক খুশি। আমার মা আরও দীর্ঘজীবী হোক।’
ক্যানসার জয়ী মাহফুজা আক্তার ঢাকা মেইলকে বলেন, ‘ক্যানসার মানেই ‘নো আনসার’ এমন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। সঠিক চিকিৎসা এবং সবার সহযোগিতার মাধ্যমে এই মরণব্যাধি ক্যানসারও জয় করা সম্ভব।’
ক্যানসার জয়ের বিষয়ে প্রসূতি, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং সার্জন ফারহানা ইয়াসমিন রুম্পা ঢাকা মেইলকে বলেন, ‘সঠিক নিয়ম মেনে চললে আমরা সম্পূর্ণভাবে ক্যানসার থেকে সুস্থ থাকতে পারি। ক্যানসার হলে আমার জীবন শেষ- এমন কথা সম্পূর্ণ ভুল। সরকারিভাবে ফ্রি অনেক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। মেয়েরা নিজেদের যত্ন নিলে এবং নিয়মিত চেকআপ করলে ক্যানসার হবে না। ক্যানসার হওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব হবে।’
প্রতিনিধি/জেবি