শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনার জয়ে জাবিতে আনন্দ মিছিল 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার জয়ে জাবিতে আনন্দ মিছিল 
ছবি : ঢাকা মেইল

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আর্জেন্টিনার সমর্থকরা।

শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে ম্যাচে ৬৪ মিনিটের মাথায় গোলের পরপরেই আনন্দোল্লাসে মেতে উঠেন তারা। বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের পাশ থেকে আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকার লেকপাড়ের সড়ক প্রদক্ষিণ করে আসে। 


বিজ্ঞাপন


বিজয় মিছিলে অংশ নেওয়া আর্জেন্টিনার সকর্থকরা এসময় ভামোস আর্জেন্টিনা, মেসিই সেরা, জিতেছে কারা-আর্জেন্টিনা, ফাইনাল খেলবে-আর্জেন্টিনা ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এসময় আর্জেন্টিনার সমর্থক সৌরভ শুভ বলেন, আর্জেন্টিনা শুধু একটা ফুটবল টিম নয়। আর্জেন্টিনা আমার কাছে একটা আবেগের নাম। ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে বড় হয়েছি। মেসির হাতে এবারের বিশ্বকাপ দেখার অপেক্ষায় আছি।

আর্জেন্টিনার একনিষ্ট সমর্থক দাবি করে সাগর সিদ্দিকী বলেন, মেসির পায়ে যখন প্রথম গোলের দেখা পেলাম তখনই নিশ্চিত হলাম যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে ভাল কিছু করবে। হেটার্সদের মুখে চুনকালি দিয়ে আমরা ফিরে এসেছি। এবার আমরা বিশ্বকাপ ফাইনাল খেলব। 

প্রসঙ্গত, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা বাদ পড়ার শঙ্কায় পড়ে যায়। ফিফা র‍্যাংকিংয়ে ১৩ নম্বরে থাকা মেক্সিকোর সাথে বাঁচা-মরার লড়াইয়ে ফিরে আসে আর্জেন্টাইনরা। বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো বড় পর্দায় দেখতে জাবির বটতলা ও জাকসু ভবনের সামনে জড়ো হন ক্যাম্পাসের ফুটবলপ্রেমীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর