রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর্জেন্টিনার জয়: সারাদিন ফ্রি চা খাওয়াবেন মেসি ভক্ত দোকানি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১২:১১ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার জয়: সারাদিন ফ্রি চা খাওয়াবেন মেসি ভক্ত দোকানি
ছবি: ঢাকা মেইল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ফ্রি চা খাওয়াবেন মাগুরার মেসিভক্ত এক চায়ের দোকানি।

শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে মোহামেডানের চায়ের দোকান নামে পরিচিত দোকানের মালিক ইব্রাহিম হোসেন মোহামেডান রোববার (১৮ ডিসেম্বর) রাতে খেলা শুরুর আগেই এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


মোহামেডান বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক। যে দিনই আর্জেন্টিনার খেলা ছিল আমি জার্সি পরে খেলা দেখেছি। আর্জেন্টিনার বিজয়ে আমি ভিষণ খুশি। খেলা শুরুর আগেই ঘোষণা দিয়েছিলাম, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিনা পয়সায় সবাইকে চা খাওয়াব। তাই আজ আমার দোকনে সারাদিন সকলকে ফ্রি চা খাওয়াবো।

magura

এলাকার বাসিন্দা নাজমুস সাদাত বলেন, মোহামেডান বরাবরই আর্জেন্টিনার সমর্থক। যেদিন প্রিয় দলের খেলা থাকে, সেদিন সে খুব মানসিক অস্থিরতায় ভোগে। আর্জেন্টিনার জয়ে আজ সে খুশি। আমাদেরকে ডেকে ডেকে চা খাওয়াচ্ছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর