শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সৌদির জয়ে আনন্দ করায় আর্জেন্টিনার সমর্থকদের মারধর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

সৌদির জয়ে আনন্দ করায় আর্জেন্টিনার সমর্থকদের মারধর
ছবি : ঢাকা মেইল

ঝিনাইদহের আবু সাঈদ (১৯) নামে এক শিক্ষার্থীকে সৌদি আরব দলের সমর্থন ও জয়ে আনন্দ করায় মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার পাগলাকানা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু সাঈদ সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


আবু সাঈদ অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদির সমর্থন করেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখেন। সৌদি আরব গোল করায় তিনি আনন্দ-উল্লাস করেন। এরপর আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে ছাত্রাবাসে যান। সেদিন তাকে না পেয়ে ফিরে যান।

পরে শনিবার রাতেও তারা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে এলেই এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে মারধর করে তারা।

ঝিনাইদহ সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি সাপোর্ট করায় কে বা কারা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর