শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনার জয়ে মিল্লি ভাত দিয়ে ভোজের আয়োজন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার জয়ে মিল্লি ভাত দিয়ে ভোজের আয়োজন
ছবি : ঢাকা মেইল

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করায় জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী মিল্লি ভাত দিয়ে ভোজের আয়োজনসহ বিজয় মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

শুক্রবার (৯ নভেম্বর) দিনগত রাতে পৌরসভার ধানাটা এলাকার মরহুম মমতাজ সরকারের ব্রয়লারে এ ভোজের আয়োজন করা হয়। এসময় পাঁচ শতাধিক আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী অংশ নেন।


বিজ্ঞাপন


আয়োজক কমিটি সূত্র জানায়, এ বিশ্বকাপে প্রথম থেকেই অঘটনের শিকার হয়েছে বড় দলগুলো। ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হয় নেদারল্যান্ডস। এতে টাইব্রেকারে ৪-২ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

অন্যদিকে টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩ গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভ করে। এতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা।

রাতেই ৫০ কেজি গরুর মাংস দিয়ে রান্না করা হয় জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত। খেলা শেষে সমর্থকদের এ মিল্লি ভাত খাওয়ানো হয়।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর