শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সমুদ্রসৈকতে মেসির সবচেয়ে বড় ছবি প্রদর্শন!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

সমুদ্রসৈকতে মেসির সবচেয়ে বড় ছবি প্রদর্শন!
ছবি : ঢাকা মেইল

বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ছবি প্রদর্শিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতে। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এই ছবি প্রদর্শন করেন চিত্রশিল্পী তারিকুল ইসলাম ও হাসিঘর ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আয়োজদের দাবি, কাপড়ে আঁকা এই ছবিই হবে বিশ্বের মধ্যে হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবি। এই ছবিতে আকাশের সাত রং ব্যবহার করা হয়েছে।

তারা বলছেন, কাতার বিশ্বকাপ সামনে রেখে সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির ছবি সাদা কাপড়ে অ্যাক্রিলিক রং দিয়ে আঁকা হয়েছে, যার দৈর্ঘ্য ৩৪ ফুট এবং প্রস্থ ২২ ফুট। 


বিজ্ঞাপন


এই ছবি দেখতে তার ভক্ত ও পর্যটকেরা ভিড় করছেন। 

চিত্রশিল্পী তারিকুল ইসলাম বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে মেসির সবচেয়ে বড় ছবিটি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া এর আগে মিষ্টি কুমড়া বীজে মেসির আটটি ক্ষুদ্র ছবি আঁকা হয়েছে।

চিত্রশিল্পী তারিকুল রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চারু ও কারুকলা বিষয়ে সহকারী শিক্ষক। তিনি বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী এলাকার বাসিন্দা।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর