শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই ঘোষণাপত্র:

ফখরুলের নেতৃত্বে যোগ দেবেন বিএনপির পাঁচ শীর্ষ নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

ফখরুলের নেতৃত্বে যোগ দেবেন বিএনপির পাঁচ শীর্ষ নেতা

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করার বর্ণিল আয়োজনে অংশ নেবেন বিএনপির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

সোমবার (৪ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠানে আরও অংশ নেবেন— দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।


বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর