জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাসহ যারা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন, তাদের রক্ত কখনও বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন - গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
মঙ্গলবার (৫ আগস্ট) বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দীর্ঘ লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ৫ আগস্ট একদফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
বিজ্ঞাপন
সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ অনেকে।
এর আগে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক ব্যানারে বিজয় র্যালি সাদুল্লাপুর হাইস্কুল মাঠে গিয়ে সমবেত হয়। এ সময় ঘোড়ার গাড়িসহ ঢাকঢোল পিটিয়ে বিজয় স্মরণে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন হাজারও নেতা-কর্মী। তখন বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও খালেদা জিয়া আর তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ছিল নেতা-কর্মীদের হাতে।
প্রতিনিধি/ এমইউ

















































































