শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জুলাই ঘোষণাপত্র’ ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

‘জুলাই ঘোষণাপত্র’ ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে ‘জুলাই ঘোষণাপত্র’-এর দিনব্যাপী আয়োজন। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। প্রবেশপথে চলছে কড়াকড়ি, প্রতিটি আগত ব্যক্তিকে তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গোটা এলাকা পরিণত হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের এলাকা। গতকাল সোমবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছেন র‌্যাব, পুলিশ, আনসার, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন সতর্ক অবস্থানে।


বিজ্ঞাপন


মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তৈরি রাখা হয়েছে মোবাইল টিম। ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করছে যান চলাচল। বিশেষ করে ফার্মগেট, খেজুর বাগান, আড়ং মোড় এবং গণভবন সংলগ্ন এলাকাগুলোর রুটে আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

আয়োজন শুরু হয় দুপুর ১২টা থেকে, কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে। পর্যায়ক্রমে মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম, তাশফি, চিটাগাং হিপহপ হুড, শূন্য ব্যান্ড, ইথুন বাবু, সোলস ও ওয়ারফেজসহ একাধিক গানের দল ও শিল্পী। অনুষ্ঠানজুড়ে বিরাজ করছে উন্মুখ শ্রোতা-দর্শকের ঢল।

আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় ঘোষণা পাঠ করবেন এই কর্মসূচির প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘জুলাই ঘোষণাপত্র’-এর মধ্য দিয়ে তুলে ধরা হবে নতুন রাষ্ট্রিক রূপরেখা, যেখানে থাকবে সামাজিক ন্যায়, সাংস্কৃতিক জাগরণ এবং তরুণ নেতৃত্বের অঙ্গীকার। এই ঘোষণাপত্র সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানের অন্যতম চমক ‘ড্রোন শো’ অনুষ্ঠিত হবে। আকাশজুড়ে ভেসে বেড়াবে শত শত আলোকসজ্জিত ড্রোন, যা ফুটিয়ে তুলবে ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনাকে। এরপর রাত ৮টায় ব্যান্ড আর্টসেলসহ একাধিক শিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দিনের মূল অনুষ্ঠান।


বিজ্ঞাপন


ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ জমায়েত হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে। ব্যানার, পোস্টার, মাথায় বাঁধা লাল কাপড়, হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছে তরুণরা। কেউ গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন, কেউ স্মৃতিচারণ করছেন বিগত বছরের আন্দোলনের।

এমআই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর