শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসিনার পলায়নের প্রতীকী হেলিকপ্টার সদৃশ বেলুনে আগুন, আহত ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

Fire
অগ্নিকাণ্ডে আহত একজন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের প্রতীকী হেলিকপ্টার সদৃশ বেলুনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দগ্ধরা হলেন- মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। 

তিনি জানান, ‘মানিক মিয়া এভিনিউতে একটি গ্যাস বেলুনে আগুন লাগার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।’

ফারুক বলেন, ‘গ্যাস বেলুনের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে তা নিভেও যায় দ্রুত। পরে আবার ড্রোন ব্যবহার করে তারের আগুন নেভানো হয়।’


বিজ্ঞাপন


_n

দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এ সময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেয়া হচ্ছিল। এ সময় একদল সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের সেই ঐতিহাসিক দিন আজ। যেদিন ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 

সে ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে হাসিনার পলায়নের ঐতিহাসিক মুহূর্তকে দৃশ্যমান করতে আকাশে ওড়ানো হয় শতাধিক হেলিকপ্টার সদৃশ বেলুন। 

প্রতীকী হলেও মুহূর্তটি ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ। কিন্তু অনুষ্ঠান চলাকালীন ওই বেলুনেই ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর