জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে তা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের ক্ষণ গণনার উদযাপন কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
পরে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র মঞ্চস্থ করেন।
প্রতিনিধি/একেবি

















































































