ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) এর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
বিজ্ঞাপন
প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই পিরোজপুর-২ ও তিন আসনের বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রার্থীরা।
প্রতিনিধি/এসএস






















































