শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনোনয়ন পাননি কনকচাঁপা, সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

মনোনয়ন পাননি কনকচাঁপা, সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা
সিরাজগঞ্জ-১ এ প্রার্থীশূন্য বিএনপি: মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে আলোচিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা তার কাঙ্ক্ষিত আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) এ প্রাথমিক মনোনয়ন পাননি। এই আসনে প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রেখেছে দলটি।

 মনোনয়নের তালিকা ঘোষণার পর থেকে জেলাসহ বিভিন্ন উপজেলায় প্রার্থীদের সমর্থকেরা আনন্দ মিছিল বের করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭টি আসনের তালিকা প্রকাশ করেন।

মনোনীত প্রার্থীদের তালিকা

আসন নম্বর এলাকা (উপজেলা) প্রার্থীর নাম প্রার্থীর পরিচিতি
সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদর প্রার্থী চূড়ান্ত করা হয়নি  
সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ-৩ তাড়াশ-রায়গঞ্জ     ভিপি আয়নুল হক জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা এম. আকবর আলী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আমিরুল ইসলাম খান আলীম বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর     ডা. এম এ মুহিত জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে মাঠে রয়েছেন: জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা (জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য)। নাজমুল হাসান তালুকদার রানা (জেলা বিএনপির সহ-সভাপতি)। সেলিম রেজা (উপজেলা বিএনপির সাবেক সভাপতি)।


বিজ্ঞাপন


এ কারণে এই আসনের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর