ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) মো. শরিফ উদ্দিন। আর রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু পেয়েছেন মনোনয়ন।
এছাড়া রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ মনোনয়ন পেয়েছেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন পাওয়া বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা জনমনে বিভ্রান্তি এড়ানোর স্বার্থে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি— রাজনৈতিক কর্মসূচির নামে অনাকাঙ্ক্ষিত পোস্ট, মিছিল, শোডাউন, আতশবাজি বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন।
আমাদের মূল দায়িত্ব জনগণের পাশে থাকা, তাদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, কোনোভাবেই তাদের অস্বস্তি বা বিরক্তির কারণ হওয়া নয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে






















































