শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে আসন থেকে নির্বাচন করবেন সাবেক ফুটবলার আমিনুল হক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

যে আসন থেকে নির্বাচন করবেন সাবেক ফুটবলার আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোর কিছু শরিকদের ছাড়বে দলটি। এছাড়া কিছু আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা থাকায় তা স্থগিত রাখা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আব্দুল মঈন খান নরসিংদী-৩, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে লড়বেন।

২৩৭ আসনে ঘোষিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন...

এদিকে জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকও লড়বেন আগামী নির্বাচনে। মনোনয়নও পেয়েছেন তিনি। ঢাকা-১৬ আসনের জন্য সাবেক ফুটবলার আমিনুল হককে বেঁছে নিয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলকিপার অবসরের পর রাজনীতিতে যোগ দেন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর