শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদের প্রতিদ্বন্দ্বী সারজিস আলম

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদের প্রতিদ্বন্দ্বী সারজিস আলম
পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদের প্রতিদ্বন্দ্বী সারজিস আলম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। এ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ আসনে নওশাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা
পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন:

মাওলানা ইকবাল হোসাইন (জামায়াতে ইসলামী); নাজমুল হক প্রধান (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক); রাশেদ প্রধান (জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, মুখপাত্র)। 

পঞ্চগড়ের এই আসনটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে বিবেচিত। ফলে এখানে বড় দলগুলোর প্রার্থী ছাড়াও নতুন রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর