শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরার চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরার চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির প্রার্থীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে একই চার আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

দলটির ঘোষিত প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার, এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


দুই দলই সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর