শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝালকাঠির-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন ইলেন ভুট্টো

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠির-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন ইলেন ভুট্টো
ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর -নলছিটি) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ও ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি একটি ভিডিও বার্তায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

সোমবার (৩ নভেম্বর) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন।


বিজ্ঞাপন


ইলেন ভুট্টো বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার দোয়াতে আল্লাহ আমাকে নমিনেশন দিয়েছেন। সবকিছুর মালিক আল্লাহ। শান্তিপ্রিয় ঝালকাঠি-নলছিটিবাসী আমাকে ভালোবেসেছেন এটি মৃত্যুর আগে দেখে গেলাম। আমি খুব মুগ্ধ, আনন্দিত এবং গর্বিত যে আমাকে তারা ভালোবেসেছে।

তিনি বলেন, তিন মাস বাকি আছে নির্বাচনের। সবাই নমিনেশন পাওয়ার আশা করতেই পারে, এটা স্বাভাবিক, তারপর একজন নমিনেশন পায়। সবকিছুর একটা প্রতিযোগিতা থাকে।

আরও পড়ুন

এটাই আমার শেষ নির্বাচন, মনোনয়ন বঞ্চিতদের দল যথাযথ সম্মান দেবে: ফখরুল

সাবেক এমপি ইলেন ভুট্টো বলেন, আমরা জিয়ার সৈনিক। আমরা প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে দলের স্বার্থে কাজ করব। আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের সব প্রধানমন্ত্রী ছিলেন, তাকে চিকিৎসার সুযোগটুকুও দেওয়া হয়নি এবং জেল খাটতে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে।


বিজ্ঞাপন


ইলেন ভুট্টো আরও বলেন, আমরা সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। সেই লক্ষ্যে আমরা কাজ করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশকে সুন্দর দেশ গড়বে ইনশাআল্লাহ। আমাকে যদি শান্তি প্রিয় মানুষ এমপি বানায় তাহলে তাদের যেন একটু সেবা করতে পারি। আমি তাদের পাশে থাকতে চাই।

আরও পড়ুন

ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো

ঝালকাঠি -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী। দীর্ঘদিন ধরে তারা এই আসনটিতে গণসংযোগ করে আসছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর