আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এরমধ্যে সুনামগঞ্জ-১ আসনে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নাম ঘোষণা করা হয়। এ দিকে মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। দলের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন প্রার্থীরা।
সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা মনোনয়ন চেয়েছিলেন সবাই রাজপথের সহযোদ্ধা। সবার সহযোগিতা চাই। ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে আহ্বান করেন তিনি।
সুনামগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। দল যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার জন্য চির কৃতজ্ঞ। এর জন্য দলের প্রধান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই। আমি আমার নির্বাচনি আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা কামনা করছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমি মনোনয়ন পেয়েছি এটি আমার গুরু দায়িত্ব। আমার এই মনোনয়নকে মূল্যায়ন দিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ বিজয়ী করা আমাদের সবার দায়িত্ব। মনোনয়ন দেওয়ায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রতিনিধি/এসএস






















































