আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ১টি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
এ সময় তিনি নরসিংদী-১ (সদর), নরসিংদী-২ (পলাশ), নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
নরসিংদী-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৪ আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং নরসিংদী-৫ আসনে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলীয় মনোনয়ন প্রাপ্তির পর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।‘
উল্লেখ্য, সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
বিজ্ঞাপন
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
প্রতিনিধি/একেবি






















































