শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিএনপির 'সবুজ সংকেত' পেলেন যারা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ এএম

শেয়ার করুন:

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিএনপির 'সবুজ সংকেত' পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি সংসদীয় আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এবং কুমিল্লা-৭ (চান্দিনা) - এই দুটি আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী, যিনি এই আসন থেকে বিএনপির টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন মো. জসিম উদ্দিন।


বিজ্ঞাপন


কুমিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হলো কুমিল্লা-৬ সংসদীয় আসন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা, কুমিল্লা ইপিজেড এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এই গুরুত্বপূর্ণ আসন থেকেই কুমিল্লার ১১টি আসনের রাজনীতি নির্ধারিত হয়। এই আসনটি কুমিল্লা বিএনপিতে সবচেয়ে বেশি কোন্দলে জর্জরিত।

এই আসনে সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন মো. আবুল কালাম।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন মো. আব্দুল গফুর ভুঁইয়া।

সর্বশেষ আসন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর