আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি সংসদীয় আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এবং কুমিল্লা-৭ (চান্দিনা) - এই দুটি আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী, যিনি এই আসন থেকে বিএনপির টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন মো. জসিম উদ্দিন।
বিজ্ঞাপন
কুমিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হলো কুমিল্লা-৬ সংসদীয় আসন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা, কুমিল্লা ইপিজেড এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এই গুরুত্বপূর্ণ আসন থেকেই কুমিল্লার ১১টি আসনের রাজনীতি নির্ধারিত হয়। এই আসনটি কুমিল্লা বিএনপিতে সবচেয়ে বেশি কোন্দলে জর্জরিত।
এই আসনে সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।
কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন মো. আবুল কালাম।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে: প্রার্থী হয়েছেন মো. আব্দুল গফুর ভুঁইয়া।
সর্বশেষ আসন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে: মনোনয়ন পেয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।
প্রতিনিধি/একেবি






















































