গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় যে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন এতে গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মনোনয়ন প্রাপ্তরা হলেন, সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪) ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫)। তবে গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থিতার নাম ঘোষণা করা হয়নি।
এদিকে গাজীপুরে চারটি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
প্রতিনিধি/এসএস






















































