শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জের ৪ আসনের ৩টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জের ৪ আসনের ৩ টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনের ৩ টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনের ৩ টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ঘোষণায় হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল। তবে হবিগঞ্জ-১ (বাহুবল ও নবীগঞ্জ) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

নেত্রকোনায় ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

মির্জা ফখরুল জানান, বিএনপি এবার মোট ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থীর নাম জানানো হবে।


বিজ্ঞাপন


দলীয় সূত্র জানায়, আগামী এক-দুই দিনের মধ্যেই অবশিষ্ট আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। হবিগঞ্জে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর