ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিকভাবে ২৩৭ জন প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর মধ্যে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি পাঁচটি আসন খালি রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সিলেট বিভাগে ধানের শীষের প্রতীক পেলেন যারা:
সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার আসনগুলোর মধ্যে মনোনীত হয়েছেন—
সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, মাধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) আনিসুল হক।
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা উপজেলা) কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।
সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা) মোহাম্মদ কয়সর আহমেদ দলীয় প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) ফাঁকা রেখেছে বিএনপি।
সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী হয়েছেন কলিম উদ্দিন মিলন।
সিলেট:
সিলেট জেলার পাঁচটি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
তবে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী,
সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর,
এবং সিলেট-৩ আসনে মো. আব্দুল মালিকের নাম ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার:
মৌলভীবাজারের চারটি আসনের সব কটিতেই প্রার্থী দিয়েছে বিএনপি।
মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু,
মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন সকু,
মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান,
মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী দলীয় প্রতীক পেয়েছেন।
বিজ্ঞাপন
হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তবে হবিগঞ্জ-১ আসন ফাঁকা রাখা হয়েছে।
হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন,
হবিগঞ্জ-৩ আসনে আলহাজ মোহাম্মদ জি কে গাউস,
হবিগঞ্জ-৪ আসনে এস. এম. ফয়সালের নাম ঘোষণা করেছে বিএনপি।
এমআর/






















































