নানা জল্পনা কল্পনা শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রংপুরের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেন তিনি।
বিজ্ঞাপন
রংপুরের ৬ টি সংসদীয় আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর-১ আসনে (গংগাচড়া-সিটির আংশিক) সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে (সদর ও সিটি কর্পোরেশন) মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসন (মিঠাপুকুর) গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
রংপুর ৬ টি সংসদীয় আসনে এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীতা ঘোষণা করেন। এরমধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) দলীয়ভাবে প্রার্থীতা ঘোষণা করা হয়।
প্রতিনিধি/এসএস






















































