শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনা বিভাগে ধানের শীষ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

BNP
ঢাকার ১৩টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে যাদের প্রার্থী করেছে তাদের নাম ঘোষণা করা হয়েছে। বিভাগটির কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে এখনো প্রার্থী দেওয়া হয়নি।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

যারা পেলেন মনোনয়ন-
মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেরপুর-২ মো.আমজাদ হোসেন। কুষ্টিয়া-১ আসনে রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২ এ আছেন রাগীব রউফ চৌধুরী। কুষ্টিয়া-৩ আসনে মো.জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

চুয়াডাঙ্গা-১আসনে মো.শীরফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান।

ঝিনাইদহ-১,২ ও ৪ আসনে প্রার্থী নাই। ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান।


বিজ্ঞাপন


যশোর-১ আসনে মো.মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ এ মোছা.সাবিরা সুলতানা যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে টি.এস আইয়ুব, যশোর-৫ আসনে প্রার্থী নাই। যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম। 

মাগুর-১ আসনে মো.মনোয়ার হোসেন। মাগুড়া-২ আসনে নিতাই রায় চৌধুরী। নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম। নড়াইল-২ আসনে প্রার্থী নাই।

বাগেরহাট-১,২ ৩ ও খুলনা-১ আসনে প্রার্থী নাই। খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ এ মো.আলী আসগর, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী।

সাতক্ষীরা-১ আসনে মো.হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ। সাতক্ষীরা -৩ কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ আসনে মো.মনিরুজ্জামান। 

এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর