শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আসন নম্বর এলাকা (উপজেলা) প্রার্থীর নাম     প্রার্থীর পরিচিতি
যশোর-১ শার্শা মফিকুল হাসান তৃপ্তি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা সাবিরা নাজমুল মুন্নী জেলা বিএনপির সহ-সভাপতি
যশোর-৩ সদর     অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির সাংগঠনিক সম্পাদক
যশোর-৪     অভয়নগর-বাঘারপাড়া টিএস আইয়ুব সাবেক সংসদ সদস্য ও দলীয় নেতা
যশোর-৫ মণিরামপুর আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি  
যশোর-৬     কেশবপুর রওনক জাহান শ্রাবণ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

দলীয় সূত্র জানিয়েছে, যশোর-৫ আসনে একাধিক যোগ্য প্রার্থীর নাম প্রস্তাবিত থাকায় আলোচনার পর খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর