সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন তালিকায় ডা. মো. শহিদুল আলমের নাম না থাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে নলতা বাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রার্থীদের তালিকা ঘোষণার পরপরই কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদের ঝড়। এরপর রাতেই তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি নলতা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা স্লোগান দেন ‘গরিবের ডাক্তার শহিদুল আলমের বিকল্প নেই”, “মনোনয়ন বাতিল করো, শহিদুল আলমকে দাও।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক এস. এম. হাফিজুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ‘ডা. শহিদুল আলম শুধু দলের নেতা নন, তিনি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। মাঠের রাজনীতিতে তার অবদান অপরিসীম। এমন একজন ত্যাগী নেতাকে বঞ্চিত করা কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপি নেতাকর্মীদের জন্য গভীর আঘাত।’
বিজ্ঞাপন
তারা মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।
প্রতিনিধি/একেবি






















































