বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এটি দেশের উপকূলীয় বেশ কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে। এর প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক এলাকা। ভেঙে পড়েছে গাছপালা, বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এসব এলাকায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তত দুই জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপকূলীয় প্রায় ১১টি জেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। এর প্রভাবে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া বয়ে যায়। সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া এর প্রভাবে এদিন সারাদেশেই ঝরে বৃষ্টি। বরিশাল অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীতে গতরাত থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা বাতাস। তাপমাত্রা কিছুটা কমে বিরাজ করে শীতের আমেজ। এতে জনজীবন অনেকটা স্থবির হয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এদিন রাস্তায় মানুষের সংখ্যা ছিল কম। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যান। যানবাহনের সংখ্যাও ছিল কম।
গাছচাপায় ও বিদ্যুতের খুঁটি পড়ে তিনজনের মৃত্যু
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ে গাছচাপায় এবং বিদ্যুতের খুঁটি পড়ে দুই জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধ এবং টাঙ্গাইলে এক ব্যবসায়ী মারা গেছেন।
বিজ্ঞাপন
ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট প্রবল বাতাসে গাছচাপা পড়ে চট্টগ্রামের সন্দ্বীপে এক বৃদ্ধ এবং মিরসরাইয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সন্দ্বীপের মগধরা ইউনিয়নের হানিফ মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা আব্দুল ওহাব (৭১) এবং মিরসরাই জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে সিদরাতুল মুনতাহা (৩)।
জানা যায়, বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি বড় গাছ উপড়ে শিশু সিদরাতুল মুনতাহার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে শুক্রবার স্থানীয় মসজিদে আসর নামাজ পড়ে ফেরার সময় ঘরে প্রবেশের মুহূর্তে বাতাসে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ওই খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল ওহাবের মৃত্যু হয়।
টাঙ্গাইলের বাসাইলে জুমার নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির পথে গাছের ডাল ভেঙে মাথা পড়ে মো. রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মো. কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছলে গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড়ে গাছপালা, বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে উপড়ে গেছে বড় বড় গাছ। পানি উঠে ক্ষতি হয়েছে মৌসুমি ফসলের। এছাড়া বিভিন্ন এলাকায় কাঁচা ঘর ভেঙে গেছে।
আমাদের বরগুনা প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দিনভর টানা তুমুল বৃষ্টি ও ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড জেলার তালতলী উপজেলাসহ বিভিন্ন এলাকা। কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। সার্কিট হাউসে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার রামগতি ও কমলনগর এলাকায় বিভিন্ন গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুই উপজেলার বিভিন্ন স্থানে ভেঙে পড়ছে বিদ্যুতের খুঁটি। ক্ষেতের আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। শীতকালীন সবজি পানিতে নষ্ট হয়েছে।
আমাদের ভোলা প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলায় সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি ঘর বিধ্বস্ত হয়েছে চরফ্যাশন উপজেলায়। এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে জেলায় পাঁচ শতাধিক গাছপালা উপড়ে পড়েছে।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় ১০টি ঘর পুরোপুরি ও ২০টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় পাঁচটি ঘর, লালমোহনে ৫০টি, মনপুরায় ৫২টি এবং চরফ্যাশনে ২১৯টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় সব উপজেলায় আমন ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার কালীসিমা এলাকায় এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কয়লা বোঝাই জাহাজডুবি, নিখোঁজ বহু জেলে
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই লাইটার জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ ডুবে গেছে। এসয় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন ডুবে যাওয়া লাইটারের কর্মচারীরা।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারণে ডুবোচরে আটকে তলা পেটে ডুবে যায়। ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল।
মোংলা লাইটার শ্রমিক এসোসিয়েশনের মোংলা শাখার সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় এলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবে যায়।
এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বরগুনার পাথরঘাটা এলাকার এমভি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়া আরও ২০টি ট্রলারসহ আনুমানিক ২০০ জন জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১টার দিকে বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে এমভি নিশাত নামের ডুবে যাওয়া ট্রলারটিতে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে এবং নিখোঁজ ২০ ট্রলারে আনুমানিক ২০০ জন জেলে রয়েছেন।
সর্বোচ্চ ২৪৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
মিধিলির প্রভাবে দেশের সর্বোচ্চ ভোলায় ২৪৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া বরিশালে ২২১ এবং ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।
শুক্রবার (১৭ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় 'মিধিলি’তে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বেলা ৩টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমন্বয়ে আরও দুর্বল হতে পারে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপ পার্থকের আধিক্য বিরাজ করছে।
এদিকে চলতি বছরে তিনটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হলো দেশ। সেগুলো হলো- মোখা, হামুন ও মিধিলি। এক বছরে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হানাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা।
জেবি