রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৫১ স্থানে ভেঙে পড়া গাছ সরাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

৫১ স্থানে ভেঙে পড়া গাছ সরাল ফায়ার সার্ভিস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার দিনভর তাণ্ডব চালিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এতে গাছ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। দেশের ৫১টি স্থানে রাস্তার ওপর পড়ে থাকা গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ ৫১টি স্থানে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে চারটি, চট্টগ্রাম বিভাগে ২৬টি ও বরিশাল বিভাগের ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার স্টেশনগুলো গাছ অপসারণ করে রাস্তা যান চলাচলের উপযোগী করে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর