বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

আঘাত হেনে দুর্বল হয়েছে ‘মিধিলি’, কমল সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img
ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছবি: ঢাকা মেইল

বঙ্গোবপাসগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হেনেছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতির চিত্র এখনো পাওয়া যায়নি। তবে উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এতে আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেতের মাত্রা কমিয়ে দিয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিয়চাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।


বিজ্ঞাপন


১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

MM

আবহাওয়া অধিদফতর জানায়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর