সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে লক্ষ্মীপুরে ঝড়ো হাওয়ায় অনেক গাছপালা উপড়ে গেছে। ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ির। বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) রামগতি ও কমলনগর এলাকায় বিভিন্ন গ্রামে এমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুই উপজেলার বিভিন্ন স্থানে ভেঙে পড়ছে বিদ্যুতের খুঁটি। ক্ষেতের আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। শীতকালীন সবজি পানিতে নষ্ট হয়েছে।
বিজ্ঞাপন
কবে ঝড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো জেলাজুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও হালকা বাতাস বইছে। ফলে এখানকার জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট নৌঘাট থেকে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
প্রতিনিধি/এমআর