রেললাইন ও সড়ক অবরোধ করে খুলনায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবারভ(১৭ এপ্রিল) রাত নয়টার পর নগরীর বৈকালীস্থ খুলনা জংশনে রেল লাইন এবং বৈকালীতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করার পাশাপাশি অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধের ফলে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করলেও দু’টি ট্রেন বিলম্বে ছাড়তে বাধ্য হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ রেলওয়ের খুলনা স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, অবরোধের ফলে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ৪৫ মিনিট এবং চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস খুলনা স্টেশন থেকে এক ঘণ্টা পাঁচ মিনিট পর ছেড়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সব দাবি মানতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন ও বিক্ষোভ মিছিল করেন বলেও তারা জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
বিজ্ঞাপন
অবরোধ শেষে মিছিল সহকারে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এতে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এসএস

