গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৬২০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর মধ্যে ২৩৩টি শিল্প, ১৫৫টি বাণিজ্যিক ও ২৯ হাজার ২৩২টি আবাসিক লাইন ছিল। এছাড়া ৬৭ হাজার ২২১টি বার্নার বিচ্ছিন্নসহ ১৪৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ বুধবার (১৬ এপ্রিল) নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি-গজারিয়া নেতৃত্বে মেঘনাঘাট ও গজারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি চুন কারখানার (মোট ৯ ভাট্টি বিশিষ্ট) সংযোগ বিচ্ছিন্ন ও এমএস পাইপ ১০ ফুট (আনুমানিক) ও হোসপাইপ ৩৫০ ফুট (আনুমানিক) অপসরণ পূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১৮ হাজার ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ২ লাখ ৯৩ হাাজর ৬০০ টাকা (দৈনিক ভিত্তিক)।
একই দিন তিতাসের আঞ্চলিক রাজস্ব শাখা- সোনারগাঁও-এর নেতৃত্বে মোহনপুর, ফরাজীকান্দা, বন্দর এলাকায় ছয়টি আবাসিক ও ২টি বাণিজ্যিক সুকুমার মিষ্টান্ন ভান্ডার ও আল খালিদ হোটেল এন্ড সুইটস- এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, আঞ্চলিক রাজস্ব শাখা- রূপগঞ্জ-এর নেতৃত্বে অতিরিক্ত ৩০ ডাবল (২৪ ডাবল এবং ৬ ডাবল) চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দুইজন গ্রাহকের কাছ থেকে মোট ২ লাখ ৫২ হাজার টাকা তাৎক্ষনিক আদায় করা হয়েছে।
এছাড়া, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ (গাজীপুর) এর উদ্যোগে চলমান বিশেষ পরিদর্শন কার্যক্রমের আওতায় মেসার্স এসকিমো ফ্যাশন (Eskimo Fashion) টঙ্গী, নামক প্রতিষ্ঠানে অনুমোদন অতিরিক্ত স্থাপনা শনাক্ত হওয়ায় তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আঞ্চলিক ভিজিলেন্স বিভাগ নারায়ণগঞ্জ- এর বিশেষ টিম কর্তৃক আন্তঃসংযোগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস ব্যবহার করায় মেসার্স হাঁচি আনি সিএনজির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও, নরসিংদীর জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শেরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে একটি বোর্ড মিলের বয়লারে অবৈধভাবে গ্যাস ব্যবহারের আলামত পরিলক্ষিত হওয়ায় অবৈধভাবে স্হাপিত ২" বিতরণ লাইনটি সার্ভিসটি ডাউনপূর্বক কিলিং করা হয়েছে। এছাড়া সাইদুর, খোকা মিয়া ও শহীদুল্লাহ মিয়া নামীয় তিনজন ব্যক্তির কাগজের কোণ তৈরির ফ্যাক্টরিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সংযোগগুলো বিচ্ছিন্নকরতঃ সার্ভিসটি ডাউনপূর্বক কিলিং করা হয়েছে। অভিযানে প্রায় ২০০ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।

