সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

চাকরি জাতীয়করণের দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের

চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবি জানিয়েছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। 


বিজ্ঞাপন


দাবিগুলো হলো— সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। (শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স্ব স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্বখাতভূক্ত করতে হবে); কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, অস্থায়ীভাবে কর্মরতদের চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে; রাজস্বখাতভূক্ত না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সারা বাংলাদেশের ৩৩০টি (পূর্বের/পুরাতন) সরকারি কলেজে ১ থেকে ৩৫ বছর ধরে সরকারি কলেজে ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে বেসরকারিভাবে স্ব-স্ব কলেজের অধ্যক্ষ মহোদয়ের নিয়োগের মাধ্যমে চাকরি করে আসছি। কিন্তু আমাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা হচ্ছে না। ২০১৩ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ১৯৯১ এর নিয়োগ বিধি সংশোধন করে আমাদেরকে বঞ্চিত করে কেন্দ্রীয়ভাবে শতভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আমরা ২০০০ ইং সালের পর থেকে রাজস্ব খাতের নিয়োগ থেকে বঞ্চিত হই। 

তারা বলেন, আমাদের অনেকের বয়স ৩০ বছরের বেশি হয়ে গেছে। আমরা সামান্য মজুরিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা সরকারি কলেজের সকলেই যে দফতরে চাকরি করছি সেখানে আমরা সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ/ সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না। 

মানববন্ধনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. আমিনুল ইসলাম আমিন, সদস্য সচিব  মো. ফরিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


এএসএল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর