শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

নারীদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১১:২৩ এএম

শেয়ার করুন:

নারীদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল প্রকাশ করেছে। ডুডলটি সবার মনোযোগ কেড়েছে। সেটি জনপ্রিয়ও হয়েছে। 

সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদান, তাদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। এবারও গুগল ডুডল সেটাই করল।


বিজ্ঞাপন


চলতি বছরে আন্তর্জাতিক নারী দিবসের থিম হল পরিবেশ আন্দোলন এবং পরিবেশ রক্ষায় নারীর অবদান। সেটির পাশাপাশি আরও বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে এবারের গুগল ডুডলে। কখনও সেখানে ঘর সামলানো নারী, কখনও সেখানে শিল্পী নারী, কখনও আলোকচিত্রী নারী। 

নারী দিবসের বিশেষ ডুডলের প্রধান শিল্পী থোকা মায়ের। 

তিনি মনে করেন, একজন নারী যে কাজই করুন না কেন, সেটির স্বীকৃতি পাওয়া উচিত, সেটি যথাযথ সম্মান পাওয়া উচিত। বাড়ির বাইরে তো বটেই, বাড়ির ভিতরও নারীকে প্রতি নিয়ত যে কাজগুলো করতে হয়, তার সম্মান পাওয়া দরকার বলে মনে করেন থোকা মায়ের। আর সেটির কথা মাথায় রেখেই এবারের ডুডল বানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর