বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পাঁচ দশকে এই পথচলায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নারী ক্ষমতায়নে এগিয়ে। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মাহবুব আলী বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। যার সুফল এখন বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। নারীকে স্বাবলম্বী করতে, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে নানাভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে, প্রতিটি উপজেলায় একজন করে সংরক্ষিত আসন, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত আছে।
তিনি আরও বলেন, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মর্যাদায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ। নারীর ক্ষমতা দিক থেকে প্রতিবেশী দেশ শুধু নয়, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে। আজকের এই দিবসটি পালনের নেপথ্যে নারীকর্মীদের দীর্ঘ ইতিহাস রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক নারী ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, রেডিসন ব্লু হোটেল এর ম্যানেজার শরিফুদ্দিন নেওয়াজ প্রমুখ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে নিজ নিজ সংগ্রাম ও সাফল্যের গল্প শুনিয়েছেন জাতীয় পর্যায়ে সফল পাঁচজন নারী। এরা হলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ট্রাস্ট ব্যাংকের সিইও হুমায়রা আজম, বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল ইউসুফ, শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা সাদিয়া হক, মার্কস অ্যান্ড স্পেন্সার বাংলাদেশের কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক।
অনুষ্ঠানটির স্পন্সে ছিল পেপসি, ট্রাস্ট ব্যাংক, কনসিটো পিআর, রেডিসন ব্লু হোটেল, ম্যাক্স গ্রুপ, শেয়ারট্রিপ ও ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেল লি।
এমআইকে/এএস