শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার 

এ সময় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগী বিভিন্ন সংগঠন পৃথকভাবে এ আনন্দ মিছিল করে।

তখন নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে খুন করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলম, নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। মানুষ এ রায়ে সন্তুষ্ট। দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে এ রায় কার্যকর করতে আহ্বান জানান তারা।

আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’


বিজ্ঞাপন


এ সময় নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামিল ব্যাপারী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. কাজল ব্যাপারীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর