শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসিনার রায়ের দিন সোহরাওয়ার্দীর ছবির হাটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

হাসিনার রায়ের দিন সোহরাওয়ার্দীর ছবির হাটে ককটেল বিস্ফোরণ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রাখা হয়েছে। এমন নিরাপত্তার মধ্যেও সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।’


বিজ্ঞাপন


জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশে অবস্থিত ছবির হাটে কয়েকজন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহত হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘নগরবাসীর জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তারা নির্ভয়ে চলাচল করতে পারবেন।”

এসএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর