শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাইব্যুনালে বিমর্ষ সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

আদালতে বিমর্ষ সাবেক আইজিপি মামুন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় পড়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চুপচাপ বসে আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালত কক্ষে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার তিন আসামির মধ্যে একমাত্র মামুনই আদালত কক্ষে উপস্থিত আছেন। অন্য দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক।


বিজ্ঞাপন


রায় ঘোষণার আগে সকাল সাড়ে আটটার দিকে কড়া নিরাপত্তায় সাবেক এই আইজিপিকে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণা শুরুর আগে তাকে আদালত কক্ষে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক রায় পড়া শুরু করেন। এ সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা গেছে।

মানবতাবিরোধী এই মামলায় গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচার চলাকালে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা তুলে ধরতে ‘অ্যাপ্রুভার’ হিসেবে রাজসাক্ষী হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর