কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা ঠেকাতে শরীয়তপুর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই বিশেষ করে জাজিরার নাওডোবা পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সংগঠনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে শাটডাউন কর্মসূচি চললেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল বন্ধ হয়নি, স্বাভাবিক আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা চোখে পড়ার মতো কম।
বিজ্ঞাপন
এদিকে, ভোর থেকেই শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান শুরু হয়। সেখানে বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি করে বারবার স্লোগান তোলেন। গণবিক্ষোভে অংশ নেন মাদারীপুরের শিবচরের বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লাসহ কয়েক শতাধিক নেতাকর্মী। জেলাজুড়ে বিএনপির বিভিন্ন ইউনিটকেও একইসঙ্গে কর্মসূচি পালন করতে দেখা গেছে।
শাটডাউন ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে জেলার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট, নেওয়া হয়েছে কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, তিনটি জেলা ঘুরে দেখেছি, সব জায়গায় কার্যক্রম স্বাভাবিক। জনগণের জানমাল রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যান চলাচল নিয়েও কোনো সমস্যা নেই।
প্রতিনিধি/টিবি








































































