মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা নিয়ে রাজধানী ঢাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন ১৫ হাজার পুলিশ সদস্য।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারছেন।’
এসময় নজরুল ইসলাম আরও জানান, ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ করলেই গুলি নয়, আইনে আছে কোন পরিস্থিতিতে গুলি করতে হবে। আইন মেনেই গুলির কথা বলা হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে কিছুক্ষণ পরই।
এই রায়কে ঘিরে গত দুদিন রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটানো হলেও আজ পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। যানবাহনসহ ঢাকার সবকিছুই চলছে অন্যান্য দিনের মতো। বিভিন্ন সড়কে যানজট, আছে যাত্রীর চাপও।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচ








































































