শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার 

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার 

জুলাই-আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই বাড়িতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।  

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসানপুর এলাকার বাড়িতে এ চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শেখ হাসিনা দেশের শত্রুতে পরিণত হয়েছে: এ্যানি

সরেজমিনে দেখা যায়, হাসানপুর এলাকায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়ির চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। পাশাপাশি ঘরের মূল ফটকে অতিরিক্ত পুলিশ দেখা যায়। 

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হচ্ছে। গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল: ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার


বিজ্ঞাপন


ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নজরদারির পাশাপাশি বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর