মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরই ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি পরিষদের আহবায়ক নাহিদ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডি ৩২-এর সামনের সড়কে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এ যান ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এরপর সেখানে জড়ো হন জুলাই যোদ্ধাদের একটি দলও। সেকানে পুলিশ সদস্যদের বাধার মুখে পড়েন তারা।
এসময় ধানমন্ডি-৩২ এর বাড়িটি ভেঙে দিয়ে সেখানে উম্মুক্ত খেলার মাঠ করার দাবি জানান জুলাই যোদ্ধারা।

অন্যদিকে পুলিশি বাধার মুখে পড়ে জুলাই স্মৃতি পরিষদের আহ্বায়ক নাহিদ বলেন, ‘রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যারিকেট ভাঙা হবে। গুঁড়িয়ে দেওয়া হবে ধানমন্ডি ৩২-এর বাড়ি।’
বিজ্ঞাপন
এসময় জুলাই যোদ্ধারা ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাদের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঢাল হয়ে আছেন।
এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর পূর্ব পাশের প্রবেশ মুখের সড়কে কয়েক’শ জুলাই যোদ্ধা ও সাধারণ লোকজন জড়ো হয়ে আছেন। তাদের আনা বুলডোজার ছাড়াও পুলিশের এপাচি রয়েছে।
জুলাই স্মৃতি পরিষদের নেতারা জানান, ‘আজকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আমাদের বিরুদ্ধে দাড় করিয়ে দেবেন না। পুলিশ আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’
তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ। পুলিশ ও সেনাবাহিনী আমাদের কাছে সময় চেয়েছে। আমরা অপেক্ষা করছি।’
এমআইকে/এএইচ








































































