শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসিনার মামলার রায় নিয়ে ফেসবুকে যা লিখলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

হাসিনার মামলার রায় নিয়ে ফেসবুকে যা লিখলেন ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির রায় ঘোষণা করা হবে আজ। সোমবার দুপুরে ঘোষিত হতে যাওয়া এই রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্যবিচার নিশ্চিত করবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল লিখেছেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর