শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপির নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপির নেতাকর্মীরা
নাশকতা ঠেকাতে মাঠে বিএনপির নেতাকর্মীরা

মানবতাবিধোরী মামলায় শেখ হাসিনার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা।


বিজ্ঞাপন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে সড়কে নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে শিবচরে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

 

এ সময় মাদারীপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাসার সিদ্দিকী বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। মানবতাবিরোধী মামলায় তার রায়কে ঘিরে মহাসড়কে কেউ নাশকতা না করতে পারে সে ব্যাপারে সোচ্চার বিএনপির নেতাকর্মীরা। দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের কোনো ক্ষতি হতে দিবে বিএনপি। স্বৈরাচারের দোসরদের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে দিন ও রাতের পাশাপাশি মহাসড়কে থাকবে দলীয় নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর